শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শপথ নিলেন মার্কিন নাগরিকত্ব ত্যাগকারী পেরুর প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পেরুর নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেদ্রো পাবলো কুজেনেস্কি। দেশটির রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী পাবলো একজন সাবেক ব্যাংকার। তার মার্কিন নাগিরকত্ব ছিল। প্রেসিডেন্ট হওয়ার জন্য গত নভেম্বরে তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেন বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্কারের প্রতিবেদনে। রাজনীতিতে ঘনিষ্ঠ হওয়ার আগে পেদ্রো পাবলো কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের শীর্ষ পদে। ওয়ালস্ট্রিটের একজন বিনিয়োগ-ব্যাংকার ছিলেন তিনি। গিনিতে খনির ম্যানেজারিও করেছেন পাবলো। আর পেরুর সরকারের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রী, অর্থ ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী এবং জ্বালানি ও খনি মন্ত্রণালয়ের দাবি করেছেন। স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, পেদ্রো পাবলো ৩০ মিলিয়ন মানুষের দারিদ্র্যজর্জরিত দেশ পেরুকে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগাবেন। উৎসাহিত করবেন বিনিয়োগ। গেল মাসে রক্ষণশীল এই নেতা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন। সাম্প্রতিক বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি লক্ষ্য করা গেলেও দেশটির অনেক নাগরিক দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। তারা মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত। পাবলো কুজেনেস্কি পেরুর সব অধিবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করেছেন যাকে তিনি সামাজিক বিপ্লব আখ্যা দিয়েছেন। তবে আইন সংস্কার করার ক্ষেত্রে তাকে ফুজিমোরির দলের সমর্থন প্রয়োজন হবে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন