মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিগ সুর উপকূলের নিকটে সৃষ্ট দাবানল এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আরো কয়েকদিন সময় লাগতে পারে। গত শুক্রবার এ দাবানল শুরু হয়। দাবানলে এ পর্যন্ত ৪০টি বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েকশ’ স্থানীয় বাসিন্দাদের। পর্যটন মওসুমে বন্ধ করে দেয়া হয়েছে একটি জনপ্রিয় পার্ক। দাবানলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কের্ন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলটি প্রায় ৩১ হাজার একর ছড়িয়ে পড়েছে। শুক্রবার বনের ১৫ শতাংশে আগুন ধরে গেলেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়েছে ২ হাজার অবকাঠামো, সরিয়ে নেয়া হয়েছে সাড়ে তিনশ’ মানুষকে। কের্ন কাউন্টির দমকল বাহিনীর ক্যাপ্টেন টাইলার টাউনসেন্ড জানিয়েছেন, দাবানলের কারণে বিপুলসংখ্যক মানুষ বিপদের মুখে রয়েছে। ক্যালিফোর্নিয়ায় পাঁচ বছর ধরে খরা চলছে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার পাশাপাশি অত্যন্ত শুকনা ঝোঁপ ও ঘাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করেছে। কর্মকর্তারা মনে করছেন, মারিজুয়ানা চাষের ফলেই বনে আগুন লেগে থাকতে পারে। যদিও এখন পর্যন্ত তদন্তে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসার প্রয়োজন ছাড়া মারিজুয়ানা চাষ নিষিদ্ধ। তবে অনেকেই টবে মারিজুয়ানা চাষ করে থাকেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন