ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা। গত শুক্রবার এই বিপুলসংখ্যক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। উপকূলরক্ষীদের অভিযানে ৩৪টি নৌযান থেকে প্রায় ৩,৪০০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। আর ৬ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সিসিলির প্রণালী থেকে ইতালির নৌবাহিনীর মার্গোত্তিনি, গ্রিকালে এবং বেত্তিকা জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ইতালির উপকূলরক্ষীরা ১৩৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসা বন্দরে নিয়ে যায়। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন