শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আক্রান্ত হলেই কলসভর্তি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত্যুপুরী হয়ে উঠেছে নিউ ইয়র্ক শহর। এই সংকটকালেও কিছু কর্মকান্ডের রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশটিতে। গণসংক্রমণের আশঙ্কাকে বাড়িয়ে দেশটিতে কোভিড-১৯ পার্টির অবস্থা এখন রমরমা। এমন পার্টির খবরে তদন্ত শুরু হয়েছে সেখানে। সিটি কাউন্সিলের সদস্য সোন্না ম্যাককিন্সট্রি জানান, কে আগে করোনা সংক্রমিত হবে তা নিয়ে রীতিমতো বাজি ধরা হয়। আয়োজনটাও অদ্ভুত। একটা মাটির কলসে পার্টিতে আসা সবাই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন। তারপর করোনা আক্রান্তদের সঙ্গে অবাধে মেলামেশা করতে হয় তাদের। তারপর চলে টেস্ট। দেখা হয় কে কার আগে করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি সবার আগে সংক্রমিত হবেন তিনি ওই কলসের টাকা পাবেন। জানা গেছে, অভিযুক্তরা সবাই আলাবামা ইউনিভার্সিটির শিক্ষার্থী। ইন্টারনেট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন