শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রেকর্ড গড়ে চলে গেলেন তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

রোনি গেলন এবং ডোনি গেলন। নাম ও মানুষ দু’জন হলেও তাদের শরীর মূলত একটা। তারা পেটে জোড়া লাগানো যমজ ভাই। তিন বছর বয়স থেকেই তারা সার্কাসে অভিনয় করে আনন্দ দিয়ে আসছিলেন অন্যদের। এমনি করে গত ৬৮টি বছর তারা কাটিয়ে দিয়েছেন। এর মাধ্যমে যা উপার্জন করতেন তা দিয়ে ৯ ভাইবোনকে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু ৬৮ বছর একসঙ্গে দুভাই যুক্ত থেকে অনেক দায়িত্ব পালন শেষে মারা গেছেন ৪ জুলাই। তাদের বাসস্থান যুক্তরাষ্ট্রের ওহাইওর ডেটনে। তাদেরকে বলা হয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী জোড়া লাগা যমজ মানুষ। পেট থেকে কোমর পর্যন্ত যুক্ত তারা। দু’জনের ছিল অভিন্ন পরিপাকতন্ত্র, পুরুষাঙ্গ। এর নিয়ন্ত্রণ ছিল ডোনির হাতে। তবে দুই ভাইয়ের ছিল নিজস্ব হৃৎপিন্ড, পাকস্থলি, একজোড়া হাত এবং শিশুদের মতো পা। নিজেদের মেডিকেলের খরচ এবং ভাইবোনদের সহযোগিতার জন্য তারা সার্কাসে অভিনয় করতেন। এর আগে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা যমজ লাগা দু’ভাইয়ের রেকর্ড ছিল থাইল্যান্ডের চ্যাং এবং ইং বাঙ্কারের। তারা জন্মেছিলেন ১৮১১ সালে। ৬২ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন তারা। এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন