যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহের শেষ দিকে একটি বিরল দাবদাহের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা সংস্থা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অংশে সাপ্তাহিক ছুটির দিনে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বাড়বে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। কিছু অঞ্চলের তাপমাত্রা ১শ’ ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে এবং এ দাবদাহের মারাত্মক ফল ঘটতে পারে বলে মানুষকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা থেকে পূর্বাভাস বলা হয়েছে, রোববার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ ১শ’ ২৬ ডিগ্রি, ফিনিক্স ও অ্যারিজোনাতে ১শ’ ১৭ ডিগ্রি এবং নেভাদার লাস ভেগাস ১শ’ ১৩ ডিগ্রি পর্যন্ত দাবদাহ ঘটতে যাচ্ছে। রোববার ফিনিক্সে আসন্ন সর্বোচ্চ ১শ’ ১৭ ডিগ্রি তাপমাত্রা ২০০৯ সালের ১১ জুলাইয়ের ১শ’ ১৫ ডিগ্রি রেকর্ডকে অতিক্রম করবে। সমভ‚মি অঞ্চলে এবং মাটিতে তাপমাত্রা বিকিরণের ফলে বহুগুণ বেড়ে যেতে পারে এবং মেটাল জাতীয় পদার্থ গলতে শুরু করতে পারে। এ ধরনের উচ্চ তাপমাত্রা অতি বিপজ্জনক হতে পারে জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ মারভিন পারচা পরামর্শ দিয়েছেন যে, ‘হৃদরোগ বা ডায়াবেটিসজনিত সমস্যায় আক্রান্তদের এ সময়ে বিশেষভাবে যত্মবান হওয়া উচিত এবং এ থেকে যথাসম্ভব দূরে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত।’
তিনি বলেন, ‘আপনাদের যদি বাইরে থাকতে হয় তবে আপনারা সূর্যালোক থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং বেশি করে পানি পান করুন। প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের অনুসন্ধান করুন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন