শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে এবার মা-মেয়ে গণধর্ষণের শিকার

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে ভারতে। এবারে একদল ডাকাতের হাতে গণধর্ষণের শিকার হয়েছে উত্তর প্রদেশ রাজ্যের বুলান্দসরের নয়ডা নিবাসী মা ও মেয়ে। খবরে বলা হয়, গত শুক্রবার রাতে এক স্বজনের শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে তাদের গাড়ি আটকে ৩৫ বছরের মা ও তার ১৪ বছরের মেয়েকে প্রায় তিন ঘণ্টা ধরে পালাক্রমে গণধর্ষণ করে ডাকাতরা। ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছে থাকা অর্থ ও স্বর্ণালঙ্কার। এতে আরো বলা হয়, পরিবারটি নয়ডা থেকে শাহাজাহানপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরিবারের মোট ৬ জন সদস্য গাড়িতে ছিলেন। রাত ১২টার পরে তারা রওনা দেন। দোস্তপুর গ্রামের কাছাকাছি একটা জায়গায় ডাকাতদের কবলে পড়েন তারা। ডাকাতরা রাস্তার পাশে ঝোঁপের আড়ালে লুকিয়ে ছিল। রাস্তায় লোহার রড দিয়ে তারা গাড়ি আটকে দেয়। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন