বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকং থেকে নিউইয়র্ক টাইমসের অফিস সরালো সিউলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৪:১৪ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্নের আশঙ্কায় হংকং থেকে নিউইয়র্ক টাইমসের অফিস সরিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। টাইমস বলছে, এই আইনের ফলে চীনের মতোই হংকংয়ে টাইমসের কর্মীদের হংকংয়ে কাজের অনুমতি পাওয়া কঠিন হয়ে উঠেছে। -দ্য হিল, বিবিসি
নতুন নিরাপত্তা আইনে হংকংয়ে বিক্ষোভ, বিদ্রোহ, চীন বিরোধী কার্যকলাপ, স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী বিক্ষোভ-বিদ্রোহ ও বিদেশী শক্তির সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়। হংকংয়ে কয়েক দশক ধরে নিজেদের এশিয়া বিষয়ক কার্যক্রম চালিয়ে এসেছিলো টাইমস। এখানে সিএনএন, বিবিসি, ব্লুমবার্গ ও সিএনবিসিসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কার্যক্রম পরিচালনা করে।

টাইমসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন , ‘ চীনের নতুন নিরাপত্তা আইন আমাদের কার্যক্রম এবং সাংবাদিকতার নীতির ওপর ওপর গভীর অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে আমরা মনে করছি অঞ্চলজুড়ে সম্পাদক ও কর্মীদের বৈচিত্রকরণ করার অবিচ্ছিন্ন পরিকল্পনাই বিচক্ষণের মতো কাজ হবে। ’

তবে হংকং থেকে পুরোই সরছে না টাইমস। বিবিসিকে টাইমস বলেছে , ‘ আমরা হংকংয়ে উপস্থিতি বজায় রেখেই হংকং এবং চীনের সংবাদ সংগ্রহ করবেভ। ’ হংকং ব্যুরোর ডিজিটাল বিভাগ , যেখানে এক - তৃতীয়াংশ কর্মী কাজ করেন তা সিউলে স্থানান্তর করা হবে। টাইমস হংকং থেকেই নিজেদের আন্তর্জাতিক প্রিন্ট এডিশন প্রকাশ করে। প্রিন্ট ভার্সন , বিজ্ঞাপন ও প্রডাকশনের কর্মীরা হংকংয়েই থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন