শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬০০ বছর পর ব্রিটেনে

বিবিসি নিউজ | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

প্রায় ৬০০ বছর পর ব্রিটেনে বাসা বাঁধতে দেখা গেছে সাদা সরস পাখিকে। গত মাসে এদের খোঁজ মেলার পর সম্প্রতি গাছে বাসা বানাতে দেখা গেছে।
সারসদের মধ্য সাদা প্রজাতির পাখি সবচেয়ে বড় হয়। এদের ইংল্যান্ডে ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বনবিভাগকে। রীতিমতো আলাদা প্রজেক্ট করা হয় পাখিগুলোর জন্য। এদের দেখা গেছে ওয়েস্ট সাসেক্সে।
প্রজেক্টের সঙ্গে যুক্ত টিম ম্যাকরিল সারসদের বাসা বাঁধতে দেখে রীতিমতো উচ্ছ¡সিত। তিনি বলেন, ‘এটি দারুণ অর্জন। এই দৃশ্যের জন্য আমরা স্বপ্ন দেখেছি। অবশেষে সারস ফিরেছে।’

ইউরোপের বিভিন্ন গ্রামে এই পাখিদের দেখতে পাওয়া যায়। তিন ফুটের বেশি লম্বা হয় এরা। ব্রিটেন থেকে কেন সাদা সারস উধাও হয়ে গেছে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই সেখানকার বনবিভাগের কাছে। তাদের ধারণ খাবারের উৎস কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।
সাদা সারস ব্রিটিশ জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। সেখানকার অনেক গল্প-কবিতায় এদের খুঁজে পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন