শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অক্টোবরের মধ্যে ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের সুযোগ দাবি না দিলে চুক্তি বাতিল

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী অক্টোবর মাসের মধ্যে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের সুযোগ না দিলে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পাদিত অভিবাসন চুক্তি বাতিল করার হুমকি দিয়েছে। অভিবাসী ঢল সামাল দেয়ার জন্য চলতি বছর গোড়ার দিকে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কেভুসগলু বলেছেন, ইউরোপ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তুর্কি নাগরিকদের ভিসার ব্যাপারটি সুরাহা না করে তাহলে আমরা নিজেদের গত ১৮ মার্চ স্বাক্ষরিত অভিবাসন চুক্তি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রবল বেগে ইউরোপের দিকে ধেয়ে আসা আশ্রয়প্রার্থী শরণার্থীদের ¯্রােত ঠেকা দিতে ইউরোপের দেশগুলো তুরস্কের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির শর্ত অনুসারে তুরস্ক ইউরোপমুখী শরণার্থীদের ¯্রােত সামাল দেবে এবং একই সঙ্গে ইউরোপ থেকে প্রত্যাগত শরণার্থীদের আশ্রয় দেবে। এর বিনিময়ে ইউরোপ তুরস্ককে শরণার্থী পোষার ব্যয়ভার বহনের জন্য আর্থিক সহায়তা দেবে। এর পাশাপাশি তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের সুযোগ দেবে। কিন্তু ইউরোপ চুক্তির সেই শর্ত এখনো পূরণ করেনি। সূত্র : ডিপিএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন