জন্ম রাশিয়াতে হলেও অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন একাতেরিনা আলেক্সান্দ্রোভস্কয়া। তবে খেলোয়াড়ি জীবনটা বেশিদূর এগোয়নি তার। চোটের কারণে গত ফেব্রæয়ারিতে অবসর নেন এ স্কেটার। এবার নিলেন জীবন থেকে অবসর। মাত্র ২০ বছর বয়সে শুক্রবার মস্কোতে মৃত্যুবরণ করেছেন আলেক্সান্দ্রোভস্কয়া। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি।
অস্ট্রেলিয়ার আরেক স্কেটার হার্লি উইন্ডেসরের সঙ্গে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে জুটি বেধে প্রতিযোগিতা করেছিলেন আলেক্সান্দ্রোভস্কয়া। এরপর দেশটির সরকার তার নাগরিকত্বের আবেদনও মঞ্জুর করে। ২০১৭ সালে একই জুটি জুনিয়র স্কেটারদের বিশ্ব লড়াই জিতেছিল। তবে সতীর্থকে হারিয়ে বিধ্বস্ত উইন্ডসর। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘দু’জনে জুটি গড়ে যা জিতেছি তা আমি কখনও ভুলতে পারবো না এবং তা সবসময় আমার হৃদয়ের কাছাকাছি রাখব’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন