শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোলনে এরদোগানের সমর্থনে মিছিল

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমর্থনে ৫০ হাজারেরও বেশি মানুষ মিছিল করেছেন। গত রোববারের এ মিছিলে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট এরদোগানের। কিন্তু শনিবার জার্মানির একটি সাংবিধানিক আদালত এতে নিষেধাজ্ঞা জারি করে। এ নিয়ে তুরস্ক-জার্মানির কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা শুরু হয়েছে। জার্মানির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিছিলে অন্তত ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তুরস্ক বংশোদ্ভূত প্রায় ৩০ লাখ মানুষ জার্মানিতে বাস করেন। এদের বেশিরভাগই তুরস্কের সর্বশেষ নির্বাচনে এরদোগানের একেপি পার্টিকে ভোট দিয়েছেন। জার্মানিতে জন্মগ্রহণ করা তুরস্কের ক্রীড়া ও যুবমন্ত্রী আকিফ কাগাটে কিলিক জার্মানির কোলন শহরে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, জার্মানিতে বসবাসরত আমাদের স্বদেশবাসীরা গণতন্ত্রের পক্ষে এবং ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিপক্ষে, তাই আমরা এখানে এসেছি। কোলন শহরে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়। একই সময়ে উগ্র জাতীয়তাবাদীদের একটি মিছিলও অনুষ্ঠিত হয়। তবে তারা তুর্কিদের মিছিল থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে কর্মসূচি পালন করে। মিছিলে অংশ নেওয়া এক নারী কেবসের দেমির বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোগানের সমর্থনে মিছিল করছি। অল্প কিছু সংখ্যক এরদোগানবিরোধী পাল্টা মিছিলের আয়োজন করেন। তাদের একজন গুলিস্তান গুল জানান, এরদোগানের বিরুদ্ধে কথা বলাটা গুরুত্বপূর্ণ। জার্মানির সংবাদ মাধ্যমের খবর অনুসারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই ভিডিওতে এরদোগানের বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক একাধিক টুইটে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। এরদোগানের মুখপাত্র বলেছেন, এ বিষয়ে জার্মানির কাছ থেকে ‘সন্তোষজনক ব্যাখ্যা’ চান তুর্কি প্রেসিডেন্ট। গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামী চিন্তাবিদ ফতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন এরদোগান। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন