দিন দিন উত্তেজনা বাড়ছে ভারত-নেপাল সীমান্তে। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। এবার সীমান্তে ফের গুলি করেছে নেপালি পুলিশ। বিহারের কিসানগঞ্জের কাছে এই ঘটনায় এক ভারতীয় নাগরিক জখম হয়েছেন। তাকে কিসানগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আশিস কুমার। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, জিতেন্দ্রকুমার সিংহ নামে এক কৃষক শনিবার রাত সাড়ে নটা নাগাদ গুলিবিদ্ধ হয়েছেন। গরুর খোঁজে ওই কৃষক সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে চলে গেলে পাহারায় থাকা নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী গুলি চালায়। জিতেন্দ্রর হাতে গুলি লাগে। নেপাল পুলিশের অবশ্য দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি চোরাচালানকারী। সতর্ক করার পরেও এক দল সশস্ত্র লোক নো-ম্যানস ল্যান্ড পেরিয়ে নেপালে ঢুকছিল। ওই ব্যক্তি সেই দলে ছিল। কিসানগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলি চালনার বিষয়টি তারা তদন্ত করছেন। এর আগে জুনে সীতামঢ়ী সীমান্তে নেপালের ভূখন্ডের মধ্যে এক দল ভারতীয়ের সঙ্গে সংঘর্ষের সময়ে গুলি চালায় পুলিশ। তাতে এক ভারতীয়ের মৃত্যু হয়। আহত হন আরও এক জন। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন