শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আজীবন ফ্রি রেশন : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীকে আজীবন ফ্রিতে রেশন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেবেন বলে মঙ্গলবার কলকাতায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভায় আত্মবিশ্বাসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো বললেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভা ভোটে বিজেপির জামানত জব্দ করব। তারপর আগামী বছর ২১ জুলাই বৃহত্তম জনসভা হবে।’ সমাবেশ থেকে বিজেপিকে হুশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে।’ জেনে রাখ, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।’ বিজেপি একটা তুচ্ছ রাজনৈতিক দল বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ একুশের সমাবেশ থেকে শপথ নিন, একুশের ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বাংলায় বাংলার মানুষ শাসন করবে নিশ্চিত করুন। গুজরাট বাংলা শাসন করবে না।’ এরপরই সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু এক বছর নয়; বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।’ এর পাশাপাশি, এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এ বছর ভার্চুয়ালি হলেও আগামী বছর বৃহত্তম ২১ জুলাই পালিত হবে। চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।’ নিউজ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন