শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুমকি প্রতিরোধের অঙ্গীকার পাকিস্তানি সেনা নেতৃবৃন্দের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

দেশের নিরাপত্তার উপর যেকোন হুমকি মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের শীর্ষ সামরিক নেতারা। বাহ্যিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তান সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও বিকাশমান হুমকির ধরন পর্যালোচনার পর তারা ওই মনোভাব ব্যক্ত করেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সেনা সরদফতরে সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২৩৩তম কোর কমান্ডার সম্মেলনে কমান্ডাররা অংশ নেন। আইএসপিআর জানায়, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সব ফরমেশন তাদের উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতির চিত্র তুলে ধরে। সেনাবাহিনী প্রধান সেগুলো নিয়ে মন্তব্য করেন। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত বছর ৫ আগস্টের পর থেকে যে নৃশংসতা চলছে সে বিষয়টি উল্লেখ করে সম্মেলনে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জীবন দানকারী সাহসী কাশ্মীরিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষ করে করোনাভাইরাস মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার প্রচেষ্টাকে প্রশংসা করেন সেনা প্রধান। দেশ এ যাবত মাহামারী মোকাবেলায় যে সফলতা অর্জন করেছে তা যেন আসন্ন ঈদুল আজহা ও মহররম পালন করতে গিয়ে নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে জেনারেল বাজওয়া সবাইকে পরামর্শ দেন। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মেহেদী ২৩ জুলাই, ২০২০, ১:৫২ এএম says : 0
পাকিস্তান সেনাবহিনীর জন্য শুভ কামনা রইলো
Total Reply(0)
মেহেদী ২৩ জুলাই, ২০২০, ১:৫৪ এএম says : 0
পাকিস্তান সেনাবাহিণী আমাদের সবচেয়ে পছন্দের সেনাবাহিনী। শুভ কামনা রইলো।
Total Reply(0)
বিবেক ২৩ জুলাই, ২০২০, ১:৫৪ এএম says : 0
পাকিস্তান রুখে দাঁড়ালে ভারতের কোনো খানা নেই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন