নিজের দফতরে এক অধীনস্ত সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে মন্ত্রীত্ব খুইয়েছেন নিউজিল্যান্ডের ইয়াইন লিস-গ্যালোওয়ে। তিনি দেশটির অভিবাসনমন্ত্রী ছিলেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এক ঘোষণায় জানান, গ্যালোওয়ে স্বীকার করেছেন তার পরিস্থিতি সমর্থনের অযোগ্য।
এছাড়া আরডার্ন সন্দেহ করছেন যে, এ ঘটনায় ক্ষমতার অপব্যবহারও হয়ে থাকতে পারে। সহকর্মীর সঙ্গে গ্যালোওয়ের পরকীয়া সম্পর্ক ১২ মাস স্থায়ী ছিল। সম্পর্কটি কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে।
মন্ত্রীর পরকীয়া সম্পর্কে আরডার্নের কার্যালয়কে অবহিত করেছিলেন বিরোধীদল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স। এর আগে এ বিষয়ে জানতেন না আরডার্ন। কলিন্স জানান, তিনি তৃতীয় একটি পক্ষ থেকে এ সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানান।
প্রধামন্ত্রী আরডার্ন জানান, লিস-গ্যালোওয়ে পরবর্তীতে নিজে অভিযোগটি স্বীকার করে নিয়েছেন। তাকে গত মঙ্গলবার বরখাস্ত করা হয়। পার্লামেন্টে দেয়া তথ্যানুসারে, ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। ছোটবেলার এক শিক্ষকাকে বিয়ে করেছিলন তিনি। তাদের তিন সন্তান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন