মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাস্ক পরা নিয়ে দুই গাধার সাক্ষাৎকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ২:১৩ পিএম

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনগণ এটিকে গুরুত্ব সহকারে না নিলেও গাধাদের কী অভিমত তা জানার চেষ্টা করছিলেন ভারতীয় এক সাংবাদিক!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটিকে প্রশ্ন করেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’

এরপর মাস্ক ছাড়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পথচারীকে তিনি প্রশ্ন করেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি? তার কোনো উত্তর ওরা দিলো না। কেন বলুন তো?’

জবাবে ওই যুবক উত্তর দেন, ‘ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা।’ এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’

তখন ওই যুবককে ‘গাধা’ হিসেবে মেনে নিতে বলেন সাংবাদিক। তিনি বলেন, ‘দেখুন গাধাও মাস্ক পরেনি, আপনিও নন। তাহলে কী আপনিও গাধা নন? বলুন, আমি গাধা।’ না চাইতেও ওই যুবক পরে নিজেকে গাধা বলেন।

একই ভাবে আরও একাধিক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনাভাইরাস মহামারিকালে মাস্ক কতটা জরুরি, তা বোঝাতেই এ অভিনব পন্থা বের করে করেন ভারতীয় এ সাংবাদিক। সূত্র : ওয়ান ইন্ডিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন