মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা ছড়িয়েছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল ফিলিস্তিন। ফিলিস্তিনের পশ্চিম তীরের ওই করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে দখলদার ইসরাইলি সেনারা। এমন অভিযোগের পর এবার ফিলিস্তিন কর্তৃপক্ষ দাবি করছে হঠাৎ করে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার পেছন ইসরাইলের হাত আছে। ফিলিস্তিনের নাম করা এক রাজনীতিবিদ দেশটির করোনা ছড়ানোর পেছনে ইসরাইলের সেনাদের দায়ী করেছেন। খবর জেরুজালেম পোস্টের। এদিকে, ফিলিস্তিনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৬৪ জন। এর আগে ফিলিস্তিনের বর্ণবাদ মোকাবেলা বিষয়ক কমিটি বলেছে, করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংসের আগে সেখানে পরীক্ষার কাজে ব্যবহৃত মেশিন এবং যন্ত্রপাতিও জব্দ করে দখলদার সেনারা। এদিকে, করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনে। ঠিক এমন সময় করোনা পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করল ইসরাইল। করোনার মহামারিতে অমানবিক পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। জেরুজালেম পোস্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন