শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় ‘গাধা’র সাক্ষাৎকার!

ইন্ডিয়ান এক্সপ্রেস | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ভারতে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ব্যবহারের জন্য প্রতিনিয়ত প্রচারণাও চলছে। তারপরও এক শ্রেণীর মানুষের শিক্ষা হয়নি। মাস্ক পরাকে অনেকেই বাহুল্য মনে করছেন। এই ধরনের ‘বোকা’দের শিক্ষা দিতে এবার অভিনব পন্থা বের করলেন এক সাংবাদিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক সাংবাদিক করোনা সচেতনতা বাড়াতে রাস্তায় বসে থাকা দু’টি গাধার সাক্ষাৎকার নিচ্ছেন। প্রথমে ওই সাংবাদিক গাধা দু’টির কাছে প্রশ্ন করছেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’
খুব স্বাভাবিকভাবেই ওই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে পারেনি গাধাগুলি। এরপর সাংবাদিক মুখে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া এক যুবকের সাক্ষাৎকার নেন। যুবকের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন সাংবাদিক। তিনি গাধা দু’টিকে দেখিয়ে বলেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে। তাদের জিজ্ঞেস করলাম কেন মাস্ক পরেননি? ওরা কোনও উত্তর দিল না। কেন বলুন তো?’

যুবকের জবাব, ‘ওরা কীকরে জবাব দেবে। ওরা তো গাধা।’ পাল্টা সাংবাদিক এবার প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’
আর যায় কোথায়, গ্যাড়াকলে পড়ে যুবক মেনে নিতে বাধ্য হন যে মাস্ক ছাড়া বের হয়ে তিনি ‘গাধা’র মতোই কাজ করেছেন। একইভাবে আরও একাধিক ব্যক্তিকে ‘গাধা’র সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনা সচেতনতা বাড়াতে তার এই বুদ্ধিদীপ্ত উদ্যোগ প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md anwar ali ২৪ জুলাই, ২০২০, ৫:৩৬ এএম says : 0
ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর তৈরি আশরাফুল মাখলুকাত , আল্লাহর আঈন মানেনা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন