ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের রাস্তার ধারে সবজি বিক্রি করতে বসেছিলেন। কিন্তু পৌরসভার লোকজন বাধা দিতেই তিনি পরিস্কার ইংরেজিতে প্রতিবাদ করেন। আর এতে হতবাক বাধাদানকারীরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জানা গেছে, ওই নারীর নাম ড. রাইসা আনসারি। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তিনি। তার ইংরাজি শুনে সেখানে উপস্থিত সবাই শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন।
সবজি বিক্রেতা নারী জবাবে জানান, তিনি ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন। প্রতিবাদের সময় ইংরেজিতে তিনি বলছেন, বাজার বন্ধ। ক্রেতাও নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি।
কিন্তু পৌরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারে সদস্য ২০ জন। কী করে রোজগার করব? কী খাব, কীভাবে বাঁচব?
মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে কেন সবজি বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে? অভিযোগ, করোনা মুসলমানদের কারণে বেড়েছে- এই ধারণা ভারতজুড়ে। যেহেতু আমার নাম রাইসা আনসারি। তাই কোনো কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান চাকরি দিতে রাজি নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন