বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দেড় শতাধিক ফ্লাইট বাতিল ঘূর্ণিঝড়ে স্থবির হংকং

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঘূর্ণিঝড় নিদার আঘাতে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হংকং স্থবির হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ভোরে আঘাত হানা ঘূর্ণিঝড়টির কারণে চীনের এই বিশেষ এলাকাটির প্রায় সবধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিচু এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরে হংকংয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঘণ্টায় ১০০ কিলোমিটারের চেয়েও বেশি বেগের ঝড়ো বাতাস নিয়ে বয়ে চলা ঘূর্ণিঝড়টির কারণে ভোরে হংকংজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্যাথে প্যাসিফিক ও ড্রাগনএয়ার অন্তত দুপুর পর্যন্ত তাদের সব ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রায় ৩২৫টি ফ্লাইটের সময়সূচি পুনরায় নির্ধারণ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে কয়েকশ’ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। ফেরি, ট্রাম, ট্রেন ও বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। গত সোমবার ৮ মাত্রার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়ার পরপরই লোকজন কর্মক্ষেত্র ছেড়ে দ্রুত বাসায় ফিরতে শুরু করে। সন্ধ্যার মধ্যেই অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় ও রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। হংকং অবজারভেটরি জানিয়েছে, নিদা আস্তে আস্তে চীনের মূলভূখ-ের গুয়াংডংয়ের দিকে অগ্রসর হচ্ছে, তবে ঘূণিঝড়টির কেন্দ্রের বাতাস দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন