ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের একটি আবাসিক ভবনে বিমান হামলায় একই পরিবারের তিনটি শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে আবিয়ান প্রদেশের উদায় জেলার আল শামিল গ্রামে আগ্রাসী সউদি বিমান থেকে ওই বাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে তিন শিশু নিহত এবং তাদের মা-বাবা গুরুতর আহত হয়েছেন। এর একদিন আগে সা’আদা প্রদেশের কাহলান সামরিক ঘাঁটিতে সউদি যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। একইদিন হাজ্জাহ প্রদেশের হারাদ জেলাতেও বোমা হামলা করে আগ্রাসী বাহিনী। এদিকে, ইয়েমেনি যোদ্ধারাও পাল্টা রকেট হামলা চালিয়েছে সউদি আরবের জিজান এলাকার মা’জাব সামরিক ঘাঁটিতে। ইয়েমেনিদের হামলায় সউদি আরবের কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন