শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরু গোনা ছাড়া কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই : মমতা

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গরু গণনা ছাড়া কি কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই? স্বভাবসুলভ কড়া ভাষায় ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তিনি। আরএসএস-এর ভাবধারায় পুষ্ট গো সুরক্ষা সমিতি রোববার থেকে পশ্চিমবঙ্গে গরু গণনা শুরু করেছে। গত সোমবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির মতলব শুধু প্ররোচণা দিয়ে দাঙ্গা বাধানো।’ কেন্দ্রীয় সরকার ব্যস্ত শুধু বিজ্ঞাপন দিয়ে নানা মৌলবাদী চিন্তাভাবনায় উস্কানি দিতে। দলিত মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাজটা কী? কোনো কাজ নেই। কাজ শুধু বিজ্ঞাপন দেয়া। আর গরু গণনা করা।
গরু গণণা সংগঠনের অন্যতম কর্মকর্তা সুব্রত দত্ত বলেন, গ্রামে গরু গণনার সময় গোপনীয়তা বজায় রাখা হবে। যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরু গণনায় বাধা দেয়া হবে, তাই আমরা হামলার আশঙ্কা করছি। মমতা বলেন, ‘বিজেপির কথায় কান দেবেন না। ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে। সারাক্ষণ টুইটার, ফেসবুকে ধর্মের নামে সুড়সুড়ি। আমরা প্রগতি চাই, দাঙ্গা চাই না। পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা ক্ষমা করে না। সব ধর্মই তো আমার ধর্ম। আমি হিন্দু হয়েই বলছি, এসব ভাগজোক আমরা চাই না। নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যের অসম্মান করা ঠিক হবে না। মমতার মতে, দেশ হল যৌথ পরিবারের মতো। সেই পরিবারের কোনো সদস্য খারাপ থাকলে দেশও ভাল থাকে না। তাই সব ধর্মের মানুষকে এককাট্টা হয়ে এগোতে হবে। দি হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রিপন ৩ আগস্ট, ২০১৬, ২:০১ পিএম says : 0
আমাদের যদি এমন একজন নেত্রী থাকতো!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন