শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সাবেক স্বামীর বিপরীতে না

টাইমস অব ইন্ডিয়া | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

‘আমি কলকাতার রসগোল্লা’ থেকে ‘উনিশে এপ্রিল’-এ তার অবাধ বিচরণ। এখনো এক মুহূর্ত দাঁড়ালে ভিড় জমে যায়। আবার গ্রামে পা রাখলে ভিড় সামলাতে পুলিশ ডাকার জোগাড় হয়। দেবশ্রী রায়। সেই নায়িকা টলিউড থেকে উধাও। কেন?
দেবশ্রীর সাফ জবাব, ‘আমার যারা ঘনিষ্ঠ, তাদের আর পাই না। বাকিদের সঙ্গে রিলেট করতে পারি না। কেউ ভালোবেসে দাওয়াত করলে হয়তো যাব। কিন্তু এর বাইরে আমি ওদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করব না।’
এই সময়ের সঙ্গে আলাপচারিতার মাঝে এও জানালেন, সাবেক স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবির অফার এলেও ফিরিয়ে দিয়েছেন। এখন যদি একটা ভালো ছবির প্রস্তাব আসে, আপনার কোনো শর্ত আছে? জবাব, ‘হ্যাঁ। একটা শর্ত আছে বলতে পারেন। বেশ কিছু ছবির অফার ফিরিয়েছি। প্রসেনজিতের সঙ্গে। সেই ছবিগুলো করিনি।’

কিন্তু এই জুটিকে দর্শক ভীষণভাবে দেখতে চান। উত্তরে দেবশ্রী বলেন, ‘ওর সঙ্গে আমার জুটি কোথায় ছিল? আমার জুটি ছিল তাপসের (পাল) সঙ্গে। আমার নায়ক চলে গেছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
কে এম শাকীর ২৭ জুলাই, ২০২০, ১:১৮ এএম says : 0
ইনকিলাব এসব কি নিউজ পাবলিশ করে। নিউজের কি অভাব পড়ছে।
Total Reply(0)
বাতি ঘর ২৭ জুলাই, ২০২০, ১:১৮ এএম says : 0
এদের আবার স্বামী আর স্বাবেক স্বামী।
Total Reply(0)
চাদের আলো ২৭ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
আল্লাহ তায়ালা তাকে হেদায়েত দান করুন। মরে গেলেই তো সব শেষ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন