কিছুদিন ধরে অসুস্থ থাকার পর স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। তার সুস্থতার জন্য সারাদেশের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছে সংগঠনটি। সোমবার সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবত অসুস্থ, তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতা কামনা করে সারাদেশের জেলা ও মহানগর এবং তার অধীনস্থ থানা ও পৌর শাখায় সকল নেতৃবৃন্দদের দোয়া অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন