শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের তুলনায় সমর্থন আরও হ্রাস পেলো ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৭:১৬ পিএম

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের তুলনায় সমর্থন আরও হ্রাস পেয়েছে ট্রাম্পের। বলতে গেলে, যুক্তরাষ্ট্রের রাজনীতি স্পষ্টভাবেই জো বাইডেনের দিকে ঝুঁকে পড়েছে। -সিএনএন, ফক্স
করোনাভাইরাস পরিস্থিতি যতো খারাপ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ততো কমছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের অতি মহামারী মোকাবেলায় একেবারেই অক্ষম এক ব্যক্তি। এই কারণেই যুক্তরাষ্ট্রে অজস্র মানুষ বেকার। প্রেসিডেন্ট নিজের সুনাম করা ছাড়া এ সময়ে আসলে কিছুই করেননি। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, গত ২ মাসে ট্রাম্প বা তার প্রচারণা দল এই নেতিবাচক অবস্থান দূর করার জন্য কিছুই করেনি। বরং ট্রাম্পের মন্তব্যগুলো তার ইমেজকে আরও নেতিবাচক অবস্থানে নিয়ে গিয়েছে এ সময়।

ইলেক্টরাল কলেজের হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জাতীয় সমর্থন এই মুহূর্তে ৩৫ শতাংশের মতো। জরিপ শুরুর পর কোনও মার্কিন প্রেসিডেন্ট এতো কম জনপ্রিয়তা নিয়ে নির্বাচনে অংশ নেননি। কোনও অলৌকিক ঘটনা না ঘটলে ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবধানেই পরাজিত হতে চলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন