শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাম মন্দির মামলার রায় প্রদানকারী গগৈ করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

ভারতের অযোদ্ধায় রাম মন্দিরের ভ‚মিপ‚জা হয়ে গেল বুধবার। তবে এর আগে করোনার থাবা আরো চওড়া হচ্ছে ভারতজুড়ে। এবার করোনা আক্রান্ত ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আবার রাজ্যসভার মনোনীত সংসদ সদস্যও। ২০১৯ সালে ৯ নভেম্বর তার নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল। এমন দিনে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলো যেদিন রাম মন্দিরের ভ‚মিপ‚জা অনুষ্ঠান। এবছর ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয় সংবিধানে অনুচ্ছেদ ৮০-১(এ) অনুযায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করেছেন। এই নিয়ে বিরোধীরা আপত্তি জানায়। কংগ্রেসের বক্তব্য ছিল, রাম মন্দির মামলায় হিন্দুদের পক্ষে রায় দেয়ার ‘পুরস্কার’ হিসাবেই তাকে রাজ্যসভায় মনোনীত করা হল। এই নিয়ে বিস্তর পানিঘোলা হয় সেইসময়। তার নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পর্শকাতর রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে কেরলের সবরীমালা ও রাফালে। টিওআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Azad ৭ আগস্ট, ২০২০, ৪:৫৬ এএম says : 0
ইয়া আল্লাহ আপনি সর্বশক্তসর্বশক্তিমান আললাহ আপনার কুদরত দ্বারা মাযলুম মানবজাতির সাহায্য করেন আর দুনিয়ার যালিম দের কে শায়েস্তা করেন আর বিসেস করে ভারতের ঐ যালিম দের কে শায়েস্তা করেন আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন