গুগলের স্বচালিত কার ইউনিটের সাবেক এক প্রকৌশলী অ্যান্টনি লেভান্ডোভস্কিকে ১৮ মাসের জন্য কারাগারে পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত। উবারে যোগ দেয়ার আগে তিনি গুগল থেকে ব্যবসা সংক্রান্ত তথ্য চুরি করেন।
বিচারক উইলিয়াম আলসুপ তার রায়ে বলেছেন, ‘আমি আমার জীবনে ব্যবসা সংক্রান্ত যত অপরাধ দেখেছি, এটি তার ভেতর সবচেয়ে বড়।’ ২০১৬ সালের জানুয়ারিতে গুগল ছাড়ার সময় লেভান্ডোভস্কি তার ল্যাপটপে ১৪ হাজার ফাইল ট্রান্সফার করেন।
লেভান্ডোভস্কি গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, তার নিউমোনিয়া হয়েছিল। এখন করোনার কারণে কারাগারেই মারা যেতে পারেন।
তিনি গুগল থেকে প্রচুর অর্থ ধার করার পর উবার থেকেও ধার নেন। পরে ফাইল চুরির ঘটনা নিয়ে দুই কোম্পানির ভেতর ঝামেলা শুরু হয়। সেটি এখনো মেটেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন