লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিষ্ফোরণে ৩ জন বাংলাদেশিসহ শতাধিক নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ ৪ হাজারের অধিক আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচ- বিষ্ফোরণে নিহত ও আহতের ঘটনা হৃদয়বিদারক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজণক। মর্মস্পর্শি এই ঘটনায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই ভয়াঙ্কর বিষ্ফোরণ ইতিহাসে নজির পাওয়া দুস্কর। বিষ্ফোরণের প্রচ- শব্দের আঘাতে পুরো বৈরুত কেঁপে উঠেছে, বিভিন্ন ভবনের জানালা ও দরজার কাচ ভেঙ্গে গেছে এবং অনেক ভবনের বেলকোনি ধ্বসে পড়েছে। আগুনের কু-লী ও ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এই ক্রান্তিকালে লেবাননবাসী ও তাদের সরকার যে অসীম ধৈর্য্যধারণ করে পরিস্থিতি সামাল দিচ্ছেন তা নিঃসন্দেহে বিশ্বসম্প্রদায়কে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, লেবাননের সরকার ও জনগণ অতিদ্রুত এই সংকট কাটাতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। মির্জা ফখরুল লেবাননের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ৩ জন বাংলাদেশিসহ যারা ঐ বিষ্ফোরণে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এছাড়া ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যসহ ৪ সহ¯্রাধিক আহত মানুষের আশুসুস্থতা কামনা করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈরুত বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনায় ৩ জন বাংলাদেশি নিহত ও বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ সেখানে অবস্থানরত মানুষদের হতাহতের ঘটনায় তিনি শোকার্ত ও বেদনার্ত বোধ করছেন। রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন বৈরুতে এই বিষ্ফোরণ লেবাননের জনগণসহ বিশ্ববাসিকে হতভম্ব ও আতঙ্কিত করেছে। সার্বিক পরিস্থিতি নিবিঢ়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে লেবানন সরকার যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন, সে জন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। লেবাননের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও বিএনপি তাদের পাশে থাকবে। যদি তদন্তের মাধ্যমে প্রমানিত হয় যে, এই বিষ্ফোরণের ঘটনায় কোন অশুভশক্তি দায়ি তাহলে তাকে বিচারের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে লেবানন সরকার সক্ষম হবে।
মন্তব্য করুন