ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন- ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সহ-সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, উদযাপন উপকমিটির আহ্বায়ক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর, যুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আলম, সদস্য সচিব ডা. তালুকদার তরিকুল ইসলাম আয়াজ, যুগ্ম মহাসচিব ডা. মো. আদনান হাসান, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, প্রকাশনা সম্পাদক ডা. মুহাম্মদ জাফর ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. নিলুফার ইয়াসমিন, সহ সম্পাদক ডা. মো. মশিউর রহমান কাজল, ডা. মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পোস্টার প্রকাশ করেছে এবং বাংলাদেশের সমসাময়িক স্বাস্থ্য ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপটে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন