শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের করোনা হাসপাতালে ৮ রোগী মারা গেলেন আগুনে পুড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৫:১৪ পিএম

ভারতের একটি করোনা হাসপাতালে আগুনে পুড়ে ৮ রোগী মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে নভরঙ্গপুরার শ্রে হাসপাতালের ইনটেসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। আগুনে ঝলসে যান আট কোভিড রোগী। -টাইমস অব ইন্ডিয়া

গুরুতর অবস্থায় তাদের চিকিৎসা দিলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিন নারী। ভোর রাত ৩টা নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে থাকলে প্রথম খেয়াল করেন হাসপাতালের রক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু হওয়ার পর দমকলে খবর দেয়া হয়।

আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। হাসপাতাল সূত্রে খবর, শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছে রোগীদের। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন