শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে ট্রাম্প-বৃক্ষ

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এর আগে টয়লেট পেপার, পেস্ট্রি, পাপড় ইত্যাদির নামকরণের ঘটনা ঘটেছিল। এবার ‘ট্রাম্পগাছ’ প্রত্যক্ষ করলেন যুক্তরাজ্যের হেরফোর্ডশায়ারের বাসিন্দারা। গত সপ্তাহে দেশটির ফটোগ্রাফার এবং সাংবাদিক জন রোলি ট্রাম্পের প্রতিকৃতির অনুরূপ একটি গাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। আর এরপরই ওই ফটোগ্রাফারের ফেসবুক এবং পিনটেরিস্টে সাড়া পড়ে যায়। জন রোলি জানান, হেরফোর্ডশায়ার ন্যাশনাল পার্কে তিনি এই গাছটি প্রথম দেখেন। তার ভাষায়, ‘আমি পার্কের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাছটিকে প্রথম লক্ষ করি। গাছটি যেন হুবহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর আমি ছবিটি তুলে পোস্ট করি।’ রোলি আরো জানান, এমনিতেই পার্কটি বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতির মতো করে গাছকে সাজায়। পার্কটিতে মার্কিন গায়ক এলভিস প্রিসলিসহ বিশ্বখ্যাত আরো প্রায় ২১ জন ব্যক্তিত্বের প্রতিকৃতি রয়েছে। এ ছাড়া আরো কিছু স্থাপনা বা বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের প্রতিকৃতির মতোও গাছ আছে। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মর্নিং হেরাল্ডকে হেরফোর্ডশায়ার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্দিষ্ট ওই গাছটি কোনো বিশেষ ব্যক্তির প্রতিকৃতি বা উপলক্ষ করে বানানো হয়নি। মূলত ইন্দো-আমেরিকান মানুষের প্রতিকৃতিস্বরূপ গাছটি বানানো, যা কাকতালীয়ভাবে ট্রাম্পের সঙ্গে মিলে গেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন