ইনকিলাব ডেস্ক : রাশিয়া বলেছে, সিরিয়ার আলেপ্পোয় গত মঙ্গলবারের রাসায়নিক হামলার আগেই বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপন্থি গেরিলারা এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৭ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। সিরিয়ায় প্রতিষ্ঠিত রুশ সমন্বয় কেন্দ্রের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সের্গেই চেভারকভ বুধবার বলেছেন, সোমবারের রাসায়নিক হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছিল। আলেপ্পোর হামলা সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাকফিরি গেরিলারা এ হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হারাকাত নূর আল দিন আল জেনকি নামের একটি গোষ্ঠী আলেপ্পোর পূর্বে সুক্কারি এলাকায় বিষাক্ত গ্যাসের হামলা চালায়। এ গোষ্ঠীটিকে আমেরিকা মধ্যপন্থি গেরিলা বলে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা আবাসিক এলাকায় এ হামলা
চালায়। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন