শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ২:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার (১০ আগস্ট) দুপুর একটা নাগাদ টুইটারে নিজেই সে কথা জানালেন তিনি।

একটি টুইটবার্তায় প্রণববাবু বলেন, ‘আলাদা একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের নিভৃতবাসে থাকার এবং কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।’ অতপর সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে নেয়া হয়েছে এবং তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Azad mullah ১০ আগস্ট, ২০২০, ৪:০৯ পিএম says : 0
বাহ কতো ভালো খবর ভারতের উচ্চ পর্যায়ের লোক দের করনা হওয়া মানে সাধারণ মানুষের মানুষের জন্য সুখবর কারন উচ্চ পর্যায়ের লোকেরা আক্রান্ত হলে চিকিত্সা সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার বেশি বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে সব কিছুর পর মুদিজির কখন পজিটিভ হবে প্লিজ জানাবেন ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন