শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিম মিয়ানমারে হামলায় পুলিশ ক্যাপ্টেন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের কিয়াকতাও থানার দারোগা, পুলিশ ক্যাপ্টেন তুন নাইং ও বুধবার সন্ধ্যার দিকে থানার সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে দারোগা আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে থানা থেকে ৩০ মিটার দূরে একটি দোকানে বসেছিলেন। এসময় চারজন অজ্ঞাত ব্যক্তি এসে খুব কাছ থেকে তার মাথায় দুটি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ও মারা যান। সন্দেহভাজনদের এখনো ধরা যায়নি। স্থানীয় এক অধিবাসী বলেন, আমরা বন্দুকের গুলির শব্দ শুনেছি। কিন্তু কি ঘটেছে জানিনা। কারণ ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না কেউ। তবে কিয়াকতাউ থানার দারোগা নিহত হয়েছেন বলে শুনেছি। এই ঘটনার পর টাউনশিপের দোকানপাট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী সেখানে গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা
নিচ্ছে। দ্য ইরাবতী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন