সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উদ্বোধন হতে না হতেই হামলার মুখে হারকিউলিস চ্যালেঞ্জে পড়ল প্রথম দিনেই

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আত্মপ্রকাশের প্রথম দিনেই চ্যালেঞ্জের মুখে পড়েছে নবগঠিত নিরাপত্তা ইউনিট হারকিউলিস। লন্ডনে ছুরিকাঘাতের ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে সন্ত্রাসবিরোধী নতুন এ ইউনিট গঠনের ঘোষণা দেয় যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ইউনিট গঠনের ঘোষণা দেয়া হয়। এ ইউনিটের আওতায় টহল জোরালো করার পাশাপাশি কর্মকর্তারা ভারি অস্ত্রশস্ত্রের মাধ্যমে কাজ করবেন বলে জানানো হয়। আর সন্ত্রাসবিরোধী নতুন এ ইউনিটকে উন্মোচিত করতে না করতেই সম্ভাব্য জঙ্গি হামলা’র কবলে পড়ল লন্ডন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার অপারেশন হারকিউলিস নামে সশস্ত্র নতুন এক সন্ত্রাস প্রতিরোধ বাহিনীর পরিচয় করিয়ে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান হাউ। সন্ত্রাস প্রতিরোধে রাস্তায় নামানো হয় হারকিউলিস নামধারী সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যদের। সশস্ত্র হারকিউলিস সদস্যরা মোটরবাইক, নৌকা এবং ভ্যানে চড়ে মহড়ার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। টেমস নদীতেও টহল দেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬শ’ সশস্ত্র এবং মুখোশধারী অফিসার হারকিউলিস অপারেশনের হয়ে কাজ করবেন। হামলাকারীরা যেন তাদের চিনতে না পারেন সেকারণে নতুন ইউনিটের কর্মকর্তাদেরকে মুখোশ পরে থাকতে হবে। ফ্রান্সে লরি হামলায় অন্তত ৮৪ জনের প্রাণহানির পর লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আরও বেশি পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করা হয়। ডেইলি মেইল, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন