সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ বন্যার কবলে চীনের দ.পশ্চিমাঞ্চল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:১০ এএম


চীনের পার্বত্যাঞ্চলীয় দক্ষিণ-পশ্চিমাংশে ভয়াবহ বন্যায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে এবং ঘর ছাড়তে বাধ্য হয়েছে লাখো মানুষ। খবর এএফপি। বুধবার চীন কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, দেশটির বৃহৎ থ্রি জর্জেস ড্যাম ইতিহাসের সবচেয়ে বড় বন্যার সামনে দাঁড়িয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত স¤প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা গেছে, লেশানের বুদ্ধ মূর্তির পাদদেশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ে ৭১ মিটার লম্বা বুদ্ধ মূর্তিটি বানানো হয়েছে। সিসিটিভি বলছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর কখনো বন্যার পানি বুদ্ধের মূর্তির পায়ের কাছে পৌঁছায়নি। ক্রমবর্ধমান পানির তোড়ে মূর্তিকে রক্ষায় রাখা বালুর ব্যাগগুলো ভিজে গেছে। তিনটি নদীর পাদদেশে অবস্থিত বুদ্ধ মূর্তিটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যেরও অন্তর্ভুক্ত। সিসিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন