৫০ হাজার কোটি টন বরফ গলে গ্রিনল্যান্ডে সমুদ্রের পানি বাড়ছে।এক বছরে ৫৩২ বিলিয়ন টন বরফ গলে উষ্ণতা বেড়ে যাওয়ায় সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ার যে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা, তা আরো প্রকট হল এ প্রতিবেদন প্রকাশে। -ন্যাচার
প্রতিদিন ৩০ লাখ টন পানির পরিমাণ বাড়ছে সমুদ্রে, যা প্রতি সেকেন্ডে ৬টি অলিম্পিক সুইমিং পুলের পানির সমান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরফ গলার যে মডেল তারা নির্ধারণ করেছিলেন, মেরুপ্রদেশের বরফ তার চেয়েও অনেক বেশি দ্রুত গলছে। গত বছরই গ্রিনল্যান্ডের একটি তিন কিলোমিটার দীর্ঘ বরফের ব্লক ভেঙে পড়ে। এর ফলে গত বছর স্বাভাবিকের চেয়ে চল্লিশ শতাংশ বেশি বেড়েছিল পানির স্তর।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিঙ্কনের গবেষণা বলছে, শুধু গ্রিনল্যান্ডের বরফ গলার কারণেই ২১০০ সাল নাগাদ বিশ্বের সমুদ্রস্তরের উচ্চতা ১০ থেকে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। অধ্যাপক জেনস হেসেলবেজার্গ ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেছেন, স্পষ্ট যে সমুদ্রের নিকটতম বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে, যে কারণে মেরুর বরফ দ্রুত গলছে। আর্কটিক মহাসাগরে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা আগের বরফ যুগে দেখা গেছে। গ্রিনল্যান্ডের বরফস্তরে ৪০ থেকে ১০০ বছরে কয়েক দফায় ১০ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
এবছর ফেব্রুয়ারির শুরুতেই উত্তর মেরুর পূর্বাংশ অস্বাভাবিক উষ্ণ হয়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়। তার কিছুদিন আগেই উত্তর মেরুতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বরফ জমা হয়েছিল। অথচ ১০-১২ দিন পরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন