ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডের এক শহরে ভিন্ন রকম একটি এটিএম মেশিন বসানো হয়েছে। এটি থেকে টাকা জমা দেওয়া বা তোলা যাবে না। টাকা দেয়ার বদলে এই যন্ত্র মানুষের আবেগ বা অনুভূতি জমা রাখবে। বিবিসির খবরে বলা হয়, যন্ত্রটিতে একটি স্পর্শকাতর স্ত্রীন রয়েছে, যেটিতে মানুষের ১ হাজার বিভিন্ন ধরনের অনুভূতি দেখানো হয়। সেগুলো স্পর্শ করে শহরের বাসিন্দারা তাদের অনুভূতি জমা করতে পারবে বা জানাতে পারবে। একটি প্রকল্পের আওতায় নিউজিল্যান্ডের ওয়াংগারেই শহরে যন্ত্রটি বসানো হয়েছে। এর আগে ওয়েলিংটন এবং অকল্যান্ডে যন্ত্রটি বসানো হয়। তার ক্ষেত্রে যন্ত্রের ভূমিকা রাখার বিষয়টি জানার জন্যই তার এ ধরনের একটি যন্ত্রের কথা মাথায় বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন