ইনকিলাব ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে গোনাভেহ টাউনের কাছে এ ঘটনাটি ঘটে এবং এতে আরো তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানিয়েছেন। গোনাভেহ টাউনের গভর্নর আলি পাকনেজাদ বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। এতে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, আর কোনো বিস্ফোরণের আশঙ্কা নেই। স্থানীয় আরেক কর্মকর্তা ঘটনাটি ‘নাশকতা’ নয় বলে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন। নিরাপত্তার পদক্ষেপ হিসেবে নিকটবর্তী গ্রামগুলো খালি করে ফেলা হয়েছে, বলেন তিনি। গোনাভেহতে সঙ্কট ব্যবস্থাপনা দপ্তর বসানো হয়েছে বলে জানান তৃতীয় আরেক কর্মকর্তা। আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, মূল সিস্টেম থেকে পাইপলাইনটি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন