শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জলপাইগুড়ি সীমান্তে ১৪৪ ধারা জারি

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত জলপাইগুড়ি সীমান্ত এলাকায় টানা দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি করছে বলে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসক মুক্তা আর্য। আগামী ১৩ আগস্ট থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জেলা প্রশাসক মুক্তা আর্য জানান। পশ্চিমবঙ্গভিত্তিক একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে, জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে পাচার এবং অবৈধ কার্যকলাপ বেড়ে গেছে। এতে করে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশংকা করা প্রকাশ করা হয়েছে। এই সকল সমস্যা সমাধানের জন্য জেলাশাসক সীমান্তবর্তী এলাকায় খাদ্য সামগ্রী বহন ও চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। খবরে বলা হয়, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে বিশেষ করে চাল, ডাল, চিনি, লবণ নিয়ে যাবার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন