শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের টুইটে আবারও আপত্তি টুইটারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৯:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে আবারও আপত্তি জানিয়েছে টুইটার।টুইটারের আপত্তি জানানো ওই টুইটে ট্রাম্প লিখেছেন- তাহলে ডেমোক্রেটরা এখন মেইল ড্রপ বক্স ব্যবহার করছেন, যা একধরনের ভোটার নিরাপত্তা বিপর্যয়। অন্যান্য আরও অনেক কিছুর মধ্যে, এক ব্যক্তি যাতে একাধিকবার ভোট দিতে পারে, সে ব্যাপারটির ব্যবস্থা করছেন তারা। আর তাদেরকে কারা নিয়ন্ত্রণ করছেন, তারা কী রিপাবলিকান ও ডেমোক্রেট এলাকা থেকে? তারা কোভিড পরিষ্কার নন। বড় জালিয়াত!-টুইটার ডটকম

টুইটারের পক্ষ থেকে বলা হয়, এ টুইটে ‘ভদ্রতা ও নির্বাচনী শুদ্ধতা’র নিয়ম ভেঙেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য মেইল ড্রপ বক্স’ সম্পর্কিত টুইটটিতে ফ্লাগ জুড়ে দিয়ে সতর্ক করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। একইসঙ্গে টুইটার লিখেছে, জনস্বার্থেই এই টুইটে প্রবেশাধিকার বজায় রাখা সঠিক হবে বলে মনে করছে টুইটার। বস্তুত ভোটাররা যাতে নিরাপদে কোভিড-১৯ বাস্তবতায় মার্কিন নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য ‘মেইল ড্রপ বক্স’ প্রক্রিয়াকে নির্ভরযোগ্য বিকল্প পন্থা হিসেবে সমর্থন করছেন ডেমোক্রেটরা। কিন্তু এ প্রক্রিয়ার বিরোধিকা করেই এটি নিরাপদ মানতে নারাজ রিপাবলিকান ট্রাম্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন