ইনকিলাব ডেস্ক : জিকা ভাইরাসবাহী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল। টেলিভিশনে প্রচারিত রেকর্ড করা একটি বার্তায় দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে এমন ঘোষণা দিতে দেখা গেছে। রৌসেফ বলেন, জিকাবাহী মশা তাড়াতে আগামী শনিবার সেনাদের অভিযান চলবে। সেই অভিযানে বাসাবাড়ি, অফিস-আদালত থেকে মশা নিধন করা হবে। রৌসেফ বলেন, বেশির ভাগ মশাই জন্মে বাড়ির আনাচে-কানাচে। এই মশা তাড়াতে কেন্দ্রীয় সরকারের সামর্থ্য প্রয়োগ করা হচ্ছে। এই লড়াইকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমাদের সবাইকে এই যুদ্ধে অংশ নিতে হবে। তিনি আরো বলেন, সবার সাহায্য ও শুভকামনা দরকার আমাদের। ব্রাজিলসহ লাতিন আমেরিকার ১৪টি দেশে মশাবাহিত জিকা ভাইরাসে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছে। এডিস ইজিপতি নামে এক ধরনের মশা এ ভাইরাস ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত শিশুদের মাথার আকার স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে। লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রামক হয়ে দেখা দেওয়া এ ভাইরাস ‘বিস্ফোরকের মতো’ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
প্রসঙ্গত, জিকা ভাইরাস সাধারণত মশার মাধ্যমে ছড়ায়। তবে বিরল একটি ঘটনা হিসেবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটি ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত রোগীটি বিদেশ ভ্রমণ না করলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন এমন একজনের সাথে তার যৌন সম্পর্ক হয়েছে। সংক্রমণের এই সংবাদটি নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা, সিডিসি। আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোনো এলাকায় ভ্রমণ করেননি, তবে তার সঙ্গী সম্প্রতি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। দক্ষিণ আমেরিকায় হাজার-হাজার শিশু অপরিপক্ব মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়ার কারণ হিসেবে মশাবাহিত জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে। সিডিসির কর্মকর্তা ড. এ্যান শুকেট জানান, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো। যুক্তরাষ্ট্রের ঐ এলাকায় মশার কোন সমস্যা নেই, সুতরাং আমাদের তথ্য যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। সাধারণত: জিকা ভাইরাসে তেমন কোনো উপসর্গ দেখা না গেলেও গর্ভধারিণী মায়েদের ক্ষেত্রে এটি মারাত্মক জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সৌভাগ্য হচ্ছে যে, এই ক্ষেত্রে গর্ভধারণের কোনো বিষয় নেই।’ বলেন মিস শুকেট। এর আগে বিদেশফেরতদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের ভূখ-েই জিকা সংক্রমণের ঘটনা ঘটলো। জিকা ভাইরাসটি সম্প্রতি পুরো আমেরিকা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ঘিরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিবিসি, দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন