টেসলা কোম্পানীর গাড়ি চালনায় ‘ড্রাইভ সফটওয়্যার’ বিশেষ সাহায্য করবে চালককে।হ্যাঁ, ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের নতুন সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে। ট্রাফিক সিগন্যালে স্থির থাকার সময় নতুন সফটওয়্যার আপডেটে সবুজ বাতি জ্বলে উঠতে সংকেতের মাধ্যমে চালককে জানিয়ে দেবে গাড়িটি। -এনগ্যাজেট
এসময় চালক নিজে চালিয়ে যেতে পারেন কিংবা গাড়িটিকে স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য নির্ধারণ করে দিতে পারেন।আর এই আপডেটের ফলে গাড়িটির অটোপাইলট ফিচার আরও উন্নত হয়েছে। এখন থেকে সড়কের নানাবিধ সংকেত, এমনকি সড়কের গতিসীমাও বুঝতে পারবে।
টেসলার নতুন সফটওয়ার আপডেটে গতিসীমা নির্ণয় ও সড়কের অন্যান্য সংকেত বুঝতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই আপডেটটি উন্মুক্ত করা হলেও সকল গাড়ি আপডেটটি পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা কতৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন