শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে একশ’ রুপি ঘুষের জন্য ২ জনকে মেরে ফেলেছে পুলিশ

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাত্র ১০০ রুপি ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় দু’জনকে পিটিয়ে ও পুকুরের পানিতে ডুবিয়ে মারলো পুলিশ। এই হত্যাকা- ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মেইনপুরী এলাকায়। ঘটনা জানাজানি হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মেইনপুরী এলাকায়। বিক্ষুব্ধ জনতা আক্রমণ করে সংশ্লিষ্ট থানা। এসময় বেশ ক’জন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরও করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত শুক্রবারের এ হত্যাকা-ের খবরে উত্তর প্রদেশসহ ভারত জুড়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে গত শনিবার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হত্যাকা-ের শিকার দু’জন হলেন দিলীপ যাদব (২২) ও পঙ্কজ যাদব (২৪)। ঘটনার বিবরণে বলা হয়, দিলীপ ও পঙ্কজ মেইনপুরী এলাকায় ট্র্যাক্টরে করে পাথর নিয়ে যাচ্ছিলেন। এনডিটিভি, পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন