শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের প্রতি জো বাইডেনের চেয়ে সামরিক সমর্থন কম : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৪ পিএম

ডোনাল্ড ট্রাম্পের প্রতি জো বাইডেনের চেয়ে সামরিক সমর্থন কম বলে এক গবেষণায় প্রকাশিত হয়েছে। এ গবেষণা জরিপ যৌথভাবেকরেছে মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইন্সস্টিটিউট । এতে অংশ নেয় এক হাজার ১৮ জন সেনা সদস্য। -এএফপি ও পলিটিকো

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পরিচালিত অপর এক জরিপ থেকে দেখা যায়, সে সময় ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের ওপর পরিচালিত এ জরিপে অংশ নেওয়া মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য টাম্পের পুনঃনির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। জরিপে তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনা সদস্যরা অংশ নিয়েছেন। এতোদিন ধরে ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করছিলেন। কিন্তু জরিপের ফলাফলে দেখা গেল ভিন্ন চিত্র।যদিও তিনি নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছিলেন পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন