বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় আল-শাবাব-গ্রামবাসী সংঘর্ষে ৩০ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সোমালিয়ায় আল-সাবাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলের গালমুগুদ এলাকার সাবিওলো গ্রামে এ ঘটনায় আরও অনেক লোক আহত হয়েছে। গালমুগুদ এলাকার মুখপাত্র ওসমান ইসু নুর শনিবার বলেন, জানমাল রক্ষার্থে আল সাবাব বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে গ্রামবাসী।নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনীর সদস্যও রয়েছে।
স্থানীয়রা জানান, জঙ্গিরা অস্ত্র জমা ও পশু তাদের হাতে তুলে দেয়ার জন্য গ্রামবাসীদের উপর চাপ প্রয়োগ করছিলো। এ সময় তারা রুখে দাঁড়ালে সংঘর্ষ হয়। শুক্রবার পাঁচ ঘণ্টার এ ভয়াবহ সংঘর্ষে ১৪ গ্রামবাসী নিহত হয়েছে। অন্যরা আল-সাহাব সদস্য। আহত অনেক গ্রামবাসীকে গালকাইয়ো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আবদি সিয়াদ নামে এলাকার এক প্রবীণ ব্যক্তি। তিনি বলেন, এলাকাবাসী নিজেরাই নিজেদের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। আর তারা এটা করেছেন আল-সাবাবের নিষ্ঠুরতার কারণে।
এ সংগঠন সোমালিয়ার মধ্য ও উত্তরের একটা অংশ নিয়ন্ত্রণ করছে। আল-কায়েদার সঙ্গে সশস্ত্র এ গ্রæপের সংশ্লিষ্টতা রয়েছে। আল-সাবাব কথিত জিহাদের নামে লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তারা একই সঙ্গে গ্রামবাসীর পশু লুট করে নিয়ে যায়। মাঝেমধ্যেই হামলা করে গ্রামবাসীর উপর। তাদের বিরুদ্ধে লড়তে গ্রামবাসীকে অস্ত্র দেয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন আবদি সিয়াদ। সূত্র : আল জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন