নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ- বিরিশিরি সড়কের তুলা পাবই নামক স্থানে গতকাল বিকালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) ও ঋতু আক্তার (৩০) নামক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত আবুল কালাম ও ঋতু আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দী গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী আবুল কালাম ও স্ত্রী ঋতু আক্তার বিকালে অটোরিক্সাযোগে সাউদকান্দী থেকে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। তাদের অটোরিক্সাটি তুলা পাবই নামকস্থানে পৌঁছলে ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি দ্রæতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই স্ত্রী ঋতু আক্তার মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় স্বামী আবুল কালাম ও অটোরিক্সা চালক নূর উদ্দিনকে (৩৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন