মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইন থেকে বহিষ্কৃত হলো হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনা জোসেফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৭ এএম

ফিলিপাইন থেকে বহিষ্কৃত হয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনা জোসেফ।২৫ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন ২০১৪ সালে ফিলিপিনো নারী জেনিফার লডকে হত্যা করেন এবং তিনি সম্প্রতি ফিলিপাইনের আদালতে দোষী প্রমাণিত হন। কিন্তু প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন। -ব্যাংকক পোস্ট

২০১৪ সালে হত্যাকাণ্ডের পর মার্কিন সেনাকে সামরিক ক্যাম্পের ভেতরে একটি বিশেষ ডিটেনশন সেন্টারে রাখা হয়। মার্কিন এই সেনাকে ক্ষমা করে দেয়ার পর দুতের্তের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিরোধী রাজনৈতিক নেতারা  মানবাধিকার কর্মীরা দুতের্তের পদক্ষেপকে বিচারের প্রতি মস্করা বলে মন্তব্য করেছেন। অভিযুক্ত সেনাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় এবং সেখান থেকে তাকে একটি সামরিক বিমানে করে দেশে ফেরত নিয়ে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তার সঙ্গে ছিলেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন