ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। সোমবার তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য এধরনের আলোচনার প্রয়োজন রয়েছে। জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি রাজনাথ সিংয়ের প্রতি আহ্বান জানান। সরকারি এক মুখপাত্র জানান, ২০০৩ সালে অটল বিহারি এনডিএ সরকারের প্রধান অটল বিহারি বাজপেয়ি যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সে ভাবেই আস্থা প্রতিষ্ঠা ও শান্তি প্রক্রিয়ার জন্য আলোচনা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, সংলাপ ও শান্তি প্রক্রিয়া অব্যাহত রেখে জম্মু-কাশ্মীরকে দু’দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনে পরিণত করতে হবে। তিনি বলেন, শুধু বন্ধুত্বই নয়, উপমহাদেশে শান্তি ফিরিয়ে আনতে আমাদের আলোচনা শুরু করতে হবে। ইন্ডিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন